বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর হত্যার নৈপথ্যে সরকারের মদদপুষ্টরা দায়ী বলে দাবি করছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা। গত রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন- সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরশেন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী আরিফুল হক চৌধুরীর বিজয়কে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করতে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এমন ন্যাক্কারজনক হামলা ঘটানো হয়েছে। ধানের শীষের বিজয়কে ভিন্নখাতে প্রবাহিত করতে সরকারের নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ন্যাক্কারজনক হামলা ও হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে।
তারা অবিলম্বে এই নৃশংস ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের খোজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবি জানান।
এ ঘটনার ব্যপারে নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- ‘রাজু আমার জন্য নির্বাচনে কাজ করেছে। গত শনিবার নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আমি যখন বাসায় যায়, তখন সে আমার গাড়ির পাশে পাশে ছিল। যারা আমার নির্বাচনকে সহ্য করতে পারেনি, তারাই প্রশ্নবিদ্ধ করতে এই হত্যাকান্ড ঘটিয়েছে।’ এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ খসরু বলেন, ছাত্রদলের মধ্যে যে বিভ্রান্তি জন্ম নিয়েছে, এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।