Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট হাজারি ক্লাবে শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ক্রিস গেইল, ব্রান্ডন ম্যাককালাম, ও কিরন পোলার্ডের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। ক্যারাবীয়ান প্রিমিয়ার লিগে গতকাল অ্যাশলে নার্সের একটি বল থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি ছাড়া করে এই লক্ষ্যে পৌঁছান ডানহাতি মিডিল অর্ডার।
এমন দিনে অবশ্য দলকে জেতাতে পারেননি শোয়েব মালিক। শাই হোপ (৪৫ বলে ৮৮) ঝড়ে বার্বাডোজ ত্রিডেন্টসের করা ৪ উইকেটে ১৮৫ রানের জবাবে রেডমন্ড রেইফারের (৫/২০) বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে থেমে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের ইনিংস। টানা দুই জয়ের পর ৩০ রানে পরাজয়ের স্বাদ পায় গায়ানা। শোয়েব মালিক করেন ৩০ বলে ৩৮ রান।
১১ হাজার ৫৭৫ রান নিয়ে সব ধরনের টি-টোয়েন্টি মিলে সর্বোচ্চ রান তালিকার শীর্ষে গেইল। দুইয়ে থাকা ম্যাককালামের রান ৯ হাজার ১৮৮। দুজনই ব্যাট করেন টপ অর্ডারে। তবে মিডল ও লোয়ার অর্ডারে ব্যাট করে পোলার্ড (৮২২৫) ও শোয়েব মালিকের (৮০৩৪) আট হাজারি ক্লাবে প্রবেশ করা সত্যিই বিষ্ময়ের। আর্ন্তজতিক টি-২০তেও দুই হাজারের অধীক রান করা পাঁচ ব্যাটসম্যানের একজন শোয়েব মালিক।

টিভিতে দেখুন
ক্যারাবীয়ান প্রিমিয়ার লিগ
জ্যামাইকা-সেন্ট লুসিয়া, আগামীকাল ভোর ৫টা
সরাসরি : স্টার স্পোর্টস ২
ডবিøউডবিøউই র
সরাসরি : সনি টেন ৩, সকাল ৬টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ