Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে পিয়ংইয়ং সম্মেলনে সম্মত দুই কোরিয়া

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সম্মেলনে বসতে যাচ্ছে দুই কোরিয়া। সোমবার এ বিষয়ে দেশ দুটি সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ এ তথ্য জানিয়েছে। ইয়নহাপ জানায়, সোমবার কোরিয়া উপদ্বীপের দুই দেশের বেসামরিক অঞ্চলে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে সেপ্টেম্বরে সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত হয়। নির্দিষ্ট দিন শভফাঔ উল্লেখ না করে দুই কোরিয়ার দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দুই পক্ষ (দুই কোরিয়া) পরিকল্পনামাফিক পিয়ংইয়ংয়ে আগামী সেপ্টেম্বরে দক্ষিণ-উত্তর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছে।’ যদি সত্যিই সে সম্মেলন হয় তাহলে তা হবে গত কয়েক দশকের মধ্যে প্রথম কোনো দক্ষিণ কোরীয় নেতার উত্তর কোরিয়া সফর। এর আগে গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার শান্তিগ্রাম পানমুনজামে ঐতিহাসিক বৈঠক করেন। - এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ