Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় অস্ত্রগুদাম বিস্ফোরণে নিহত ৩৯

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সিরিয়ার উত্তর পশ্চিমের প্রধান বিদ্রোহী অধ্যুষিত প্রদেশ ইদলিবে একটি অস্ত্র গুদাম বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। বলা হচ্ছে সারমাদা শহরের ঐ বাড়িটি একজন অস্ত্র পাচারকারীর বাড়ি ছিল যেখানে প ্রচুর পরিমানে বিস্ফোরক এবং অস্ত্রের মজুদ ছিল। মনিটরের প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে।
ইদলিব শেষ বিদ্রোহী অধ্যুষিত প্রদেশ যেখানে সিরিয়ান সেনাবাহিনী তাদের পরবর্তী অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে। সা¤প্রতিক সময়ে রাশিয়া এবং ইরান সমর্থিত সিরিয়ান সরকার সিরিয়া জুড়ে তাদের বিদ্রোহী এবং জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে। এএফপি প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী রবিবার উদ্ধারকারীরা আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য ধ্বংসস্তূপে বুলডোজার ব্যবহার করেছে। ইদলিবের আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য হাতেম আবু মারওয়ান জানান অনেক বেসামরিক লোক যারা এ ভবনটিতে থাকত তাদের ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে যুক্ত্যরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অবজারভেটরি হিউম্যান রাইটস (এসওএইচআর) বলছে সেখানে আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে পাশাপাশি কিছু গনমাধ্যম বলছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে এই ভবনটির বেশিরভাগ বাসিন্দাই জিহাদিদের পরিবার যারা বিভিন্ন প্রদেশ থেকে বিতাড়িত হয়ে ইদলিবে আশ্রয় নিয়েছিল। তবে বিস্ফোরণের কারন এখনও জানা যায়নি। - এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ