Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় প্রাণি সম্পদ অধিদফতের আয়োজনে ওই গো -খাদ্য বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুল কাদের। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. এনামুল হক।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০জন দরিদ্র কৃষকের মধ্যে গো-খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭৫ কেজি গো-খাদ্য ও ১২টি করে কৃমি নাশক ট্যাবলেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনামূল্যে

১১ এপ্রিল, ২০২২
২২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ