বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন, মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, এই টিকা যখন দেয়া শুরু হবে তখনই নগরবাসীকে দেয়া হবে। তবে কেউ যেন কাউকে এ ব্যাপারে টাকা পয়সা না দেন। গত মঙ্গলবার দুপুরে মহানগরের গাছা এলাকায় করোনা টিকা সুষ্ঠুভাবে বিতরণ করার লক্ষে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যাটাগরিতে এবং গুরুত্বপূর্ণ পেশার লোকজনকে এবং পরে সকল নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেয়া হবে। ইতোমধ্যে টিকা দেয়ার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।