Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে টিকা দেয়ার নির্দেশ রাশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৭ এএম

স্পুটনিক ফাইভ কার্যকরী করোনা ভ্যাকসিন। তাই আগামী সপ্তাহ থেকেই জনসাধারণের টিকাকরণ শুরু করা হোক। বুধবার এমনই নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। সমস্ত রাশিয়ান নাগরিক বিনামূল্যে ভ্যাকসিন পাবেন বলেই ঘোষণা করা হয়। এদিনই ব্রিটেনে ছাড়পত্র পেয়ে গিয়েছে ফাইজার-বায়োএনটেকের সম্ভাব্য কোভিড প্রতিষেধক। আগামী সপ্তাহের মধ্যে সে দেশে এই টিকার ব্যবহার শুরু হবে। এই খবর প্রকাশ্যে আসার পরই জানা গেল, স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকেও এবার বাজারে নামানো হচ্ছে। যদিও এর আগে রাশিয়া দাবি করেছিল, তাদের ভ্যাকসিনটি ৯৫ শতাংশ কার্যকর। তারপরই এই ঘোষণায় রীতিমতো চমকে গিয়েছে বিশ্ব। আন্তর্জাতিক মার্কেটের জন্য স্পুটনিক ফাইভের একটি ডোজের মূল্য ধার্য হয়েছে ১০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪০ টাকা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রত্যেককে এ ভ্যাকসিনের জোড়া ডোজ নিতে হবে। এর মানে রাশিয়ান এই টিকাকরণের জন্য মাথাপিছু খরচ ১৪৮০ টাকা। আগামী সপ্তাহ থেকেই রাশিয়ায় টিকাকরণ শুরু হলে আন্তর্জাতিক বাজার তা কবে হাতে পাবে? জানা গিয়েছে, আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই বিদেশে বাজারে পৌঁছে যাবে এই কোভিড প্রতিষেধক। সূত্র : লাইভমিন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ