বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ি রজিয়িনরে সদর জােন র্কতৃক অসহায়, হতদরদ্রিদরে মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ নভম্বের) সদর জোনের আওতাধীন বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধকি উপজাতীয় জনগােষ্ঠীর হতদরিদ্রের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবার এ মেডিকেল ক্যাম্পইেন র্কাযক্রম খাগড়াছড়ি সদর জােন র্কতৃক ভবিষ্যতেও পরচিালতি করার কথা জানান সদর জোনের এ্যাডজুটন্টে ক্যাপ্টনে সাফনি আল সাইফ পলক।
মেডিকেল ক্যাম্পইেনে স্থানীয় জনগণ নরিাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করনে এবং ভবিষ্যতেও এ ধরনরে সহযোগিতা প্রদানরে জন্য অনুরোধ জানান।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জােন কমান্ডার লফেটন্যোন্ট র্কণেল তৌফকিুল বারী জানান, ‘চিকিৎসা মানুষরে মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষরে চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জােন নিয়মিত মেডিকলে ক্যাম্পইেন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জােন র্কতৃক এ ধরনরে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।