Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

গার্মেন্ট শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবিতে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ জুলাই নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিক প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধি নিজ নিজ প্রস্তাবনা পেশ করেন। কিন্তু মালিক ও শ্রমিকপক্ষের অযৌক্তিক মজুরির প্রস্তাবনায় আমরা হতবাক, বিষ্মিত ও ক্ষুব্ধ হয়েছি। আইবিসি দৃঢ়ভাবে উভয়পক্ষের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত বাঁচার মতো মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছি। তারা বলেন, নিম্নতম মজুরি হিসেবে মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে তা আসলে মজুরি বাড়ানোর নামে কৌশলে কমানোর প্রস্তাব। যা অসহায় শ্রমিকদের সঙ্গে প্রতারণার সামিল। বক্তারা আরও বলেন, দাবি আদায়ের জন্য ঈদের পরে পর্যাক্রমে অবস্থান কর্মসূচি, মজুরি বোর্ড ঘেরাও ও শ্রমিক সমাবেশের মতো কর্মসূচি পালন করা হবে। আর মজুরি নিয়ে যদি একগুয়েমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আঞ্চলিক পর্যায়ের শ্রমিকদের সস্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব সালাউদ্দিন স্বপন, কেন্দ্রীয় নেতা আমিরুল হক আমিন, রায় রমেশ চন্দ্র, নাজমা আক্তার, কুতুবউদ্দিন আহমেদ, বাবুল আক্তার, মোহাম্মদ তৌহিদুর রহমান, জেড এম কামরুল আনাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ