বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গত শুক্রবার মধ্যরাতে নগরীর কোতোয়ালী থানার চৈতন্যগলি এলাকা থেকে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার এসএম কামাল উদ্দিনের ছেলে মোশাররফ উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ খলিল আহমদ।
পুলিশ জানায়, আটককৃত মোশাররফ নিজেকে একজন সাবেক মন্ত্রীর কথিত এপিএস বলে দাবি করে। তারা একটি ধুষর রঙের প্রাইভেট কারে করে এসব ফেনসিডিল নিয়ে আসেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও তিনজনকে খুঁজছে পুলিশ। এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে নগরীর বাকলিয়া থেকে ৩শ’ লিটার চোলাই মদসহ সাদ্দাম হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাকলিয়া থানার বলিরহাট বজ্রঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন স্থানীয় মোঃ সেলিমের ছেলে বলে জানায় পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।