Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে পরকীয়ার জেরে প্রবাসী স্বামীকে হত্যা, আটক ৩

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ৮:৩৩ পিএম

রাউজানে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা করল স্ত্রী রুনা আকতার। গতকাল শনিবার সকালে হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ হযরত এয়াছিন শাহ্ মাজার সংলগ্ন উত্তরপাশে অলি মিয়া কারিগর বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোহাম্মদ আলীর দুবাই প্রবাসী ছেলে আবুল হাসেম (৪০) গতকাল সকাল ৮টায় স্ট্রোক করে মারা গেছে বলে জানাযার জন্য মাইক দিয়ে পাবলিসিটি করে। এতে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা সে দাবী না মেনে পরকীয়ার কারণে প্রবাসী হাসেম কে তার স্ত্রী ও একই বাড়ীর ফজল বাড়ীর ছেলে সিএনজি চালক জাহেদ (৩২) শুক্রবার রাতের কোন এক সময় শ্বাসরুদ্ধ করে হত্যা করে বলে অভিযোগ তোলে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় ইউপি সদস্য তহিদ সহ এলাকাবাসী লাশের গলায় আঘাতের চিহৃ দেখতে পাই। এতে সন্দেহের তীর আরো বেড়ে যায়। এরপরও পরিবার বাদে যোহর তারাতারি করে জানাযার ব্যবস্থা ও দাফন করতে চাইলে স্থানীয়রা থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন। এতে পুলিশ এসে জানাযার আগেই ঘটনার সাথে জড়িত সন্দেহে স্ত্রী রুনা আকতার (২৮), সিএনজি চালক জাহেদ (৩২) ও শাশুড়ি আমেনা বেগম (৪৫) আটক করে লাশ থানায় নিয়ে যায়। এদিকে নিহত রফিক ২ সন্তানের জনক। নিহতের বড় ছেলে মো. মাহিম (১০) বলেন, গত সাত দিন আগে আমার মা ও বাবার মধ্যে ঝগড়া হয়,ঐদিন আমার বাবা ধারালো বটি নিয়ে আমার মাকে কুপানোর চেষ্টা করেন।এবং হত্যা করে জেলে যাওয়ারও হুমকি দেন। বিগত ১৩ বছর আগে ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়নের ছগির আহমদের মেয়ে রুনা কে বিবাহ করেন হাসেম। তিনি দুবাইতে রং প্রিন্টার হিসেবে কাজ করত। গত এক সপ্তাহ আগে পিতার অসুস্থতার কারণে দুবাই থেকে বাড়ীতে আসে আবুল হাসেম। আর পরকীয়ার কারণে হাসেমের জীবন গেল স্ত্রীর হাতে। রাউজান থানার এসআই সাইমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজানে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ