বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজানে এক স্কুল নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নৈশ প্রহরীর নাম মুহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৮)। সে উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা আমির আলী সিকদার বাড়ীর মৃত মফিজুর রহমানের পুত্র। তিনি উত্তরসর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্ত নৈশ প্রহরী ছিলেন। পুলিশ খবর পেয়ে (১৯ জুন বুধবার) সকাল ১০টার দিকে ঘটনাস্থলে এসে স্কুলের ৬ষ্ট শ্রেনীর ক্লাস কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সূত্র জানান, এটি কি হত্যা নাকি আত্মহত্যা সেটি বের করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছেন। স্থানিয়রা জানান, তাদের ধারনা জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারেনা। তাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়েছে।
এদিকে চিরকুমার জাহাঙ্গীর আলমের রহস্যজনক মৃত্যু নিয়ে কানাঘুষা চলছে। কেউ বলছেন স্কুলের নতুন ভবনের কাজের মালামাল চুরিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করেছে চোর চক্র। অন্য সূত্র বলছে তাকে একটি পক্ষ চাকরী থেকে জোরপূর্ক সরিয়ে দিয়ে আরেকজনকে নিয়োগ দিতে তৎপর ছিলেন, নাকি জাহাঙ্গীরকে ঐ চক্রটি হত্যা করেছে, আবার টাকার লোভ কিংবা পারিবারিক কোন কলহ ছিলনা কিনা তা পুলিশ তদন্ত করে দেখলে আসল রহস্য বের হয়ে আসবে বলে ধারনা বিজ্ঞ মহলের।
এদিকে হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদকর্মীদের জানান, লাশের যে অবস্থা দেখলাম তাতে মনে হল কেউ হত্যা করে তার লাশ শ্রেনী কক্ষে ঝুলিয়ে দিয়েছে। তিনি জানান তদন্ত করলে আসল ঘটনা বের হয়ে আসবে। পুলিশ লাশ উদ্ধার হরে ময়না তদন্তের জন্য প্রেরন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।