Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে সন্ত্রাস-নৈরাজ্য থেকে মুক্তি চাই

বহদ্দারহাটে মনিরিয়া তাবলীগের মানববন্ধনে বক্তারা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রাম জেলার রাউজানে তিন মাস ধরে চলা সন্ত্রাস, কাগতিয়া মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি অবসানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে গতকাল বাদ যোহর বহদ্দারহাট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বিগত তিন মাস ধরে রাউজানজুড়ে যে বর্বরতা চলছে সেটা যেন পাকিস্তানি হানাদারদের নতুন অভিপ্রায়। বাড়ীঘর লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, নিরীহ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা, কী হচ্ছে না এখন রাউজানে। এই তাণ্ডবলীলার জন্য সাধারণ মানুষ আজ গৃহহারা। মিথ্যা মামলার কারণে শতশত মানুষ পরিবার-পরিজনকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ তাদের বিরুদ্ধে আগে একটি জিডিও ছিল না। স্থানীয় এমপির নির্দেশে চলমান এ নৈরাজ্য দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষের জানমালের নেই কোন ধরনের নিরাপত্তা। মানববন্ধনে বক্তব্য রাখেন মুহাম্মদ আব্দুল আওয়াল, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ আবছার, প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করে বলেন, আপনার হস্তক্ষেপেই রাউজানবসী হায়েনার কালো থাবা থেকে রেহাই পাবে। সদয় হয়ে আপনি একটু রাউজানের দিকে নজর দেন। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রাউজানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাউজানে সন্ত্রাস-নৈরাজ্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ