মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়াচ্ছে চীন। তারই জের ধরে এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। বিতর্কিত সেই এলাকায় বিমানবন্দর নির্মাণ করছে বেইজিং। এমনটাই দাবি করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ব্যাপারে এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবাহিনীর একটি বিমান শুক্রবার দক্ষিণ চীন সাগরের ওই এলাকার প্রায় সাড়ে ১৬ হাজার ফুট ওপর দিয়ে উড়ে যায়। ওই বিমানে সিএনএন’র সাংবাদিকও ছিলেন। তারা দেখেছেন, পাঁচতলা ভবন নির্মাণ করা হয়েছে কৃত্রিম দ্বীপে। বড় রানওয়ের পাশাপাশি রাডার, পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। সেখানে সামরিক বিমানের সহজ ওঠানামার জন্য সকল ব্যবস্থাই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, বিমানটি উড়ে যাওয়ার সময় চীনা সামরিক বাহিনী অন্তত ছয়বার সতর্ক করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ সময় মার্কিন বিমানকে সতর্ক করে বলা হয়, ‘কোনো ভুল বোঝাবুঝির আগেই এলাকা ত্যাগ কর।’ এ ব্যাপারে মার্কিন বিমানটির নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট লরেন কালেন বলেন, সাগরের মাঝখানে বিমানবন্দর দেখে অবাক হয়েছি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে উল্লেখ করে চীন বলেছে, সার্বভৌমত্ব রক্ষায় দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বাড়ানো খুবই জরুরি। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।