মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু নিরস্ত্রীকরণে সদিচ্ছা থাকা সত্তে¡ও উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের আহ্বানের তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার অভিযোগ, ওয়াশিংটন এখনো পুরোনো সংলাপ উচ্চারণ করছে। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছে, একটি পরীক্ষাকেন্দ্র ধ্বংস করেছে এবং ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে নিহত কিছু মার্কিন সেনার দেহাবশেষও ফেরত দিয়েছে। এরপরও ওয়াশিংটন এরপরও ‘আগে নিরস্ত্রীকরণের’ ব্যাপারে চাপ প্রয়োগ করছে এবং ‘আমাদের প্রত্যাশার জবাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উস্কে দিচ্ছে।’ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সংলাপ সহযোগীর মৌলিক কাঠামোকে অস্বীকার করব এবং পুরোনো সংলাপ আকড়ে ধরে রাখবে, যার কারণে প্রাক্তন সব প্রশাসন ধরে রেখেছিল এবং ব্যর্থ হয়েছে, ততক্ষণ নিরস্ত্রীকরণসহ ডিপিআরকে-যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণা বাস্তবায়নের আশা কেউ করতে পারে না।’ উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিংম জং উনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো এখনো বাস্তবায়নের আশা রাখে পিয়ংইয়ং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।