Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক পরিবহন আইন যাত্রীবান্ধব হয়নি

..ইসলামী ঐক্যজোট

ষ্টাফ রিপোর্টারঃ | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকীর এডভোকেট, মাহসচিব অধ্যাপক মাওলানা আবদুল করীম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ডা. মাওলানা শওকত আমীন পীর সাহেব বি-বাড়ীয়া গতকাল এক বিবৃতিতে বলেন, সরকার প্রতিশ্র“ত কঠোর আইনের অভাবে সড়কে নিরাপত্তা প্রতিষ্ঠা ও দূর্ঘটনা প্রতিরোধের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত সড়ক ও পরিবহন আইন জনবান্ধব হয় নি। তদোপরি মালিক শ্রমিক ও সরকারের সমন্বয়ে গঠিত গণপরিবহন পরিচালনা কমিটিতে যাত্রী ও জনগণের প্রতিনিধি না থাকায় ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া, চলতি গাড়ী থেকে যাত্রী নামতে বাধ্য করা সহ অন্যান্য সমস্যাসমূহ নির্দিষ্টকরণ ও সমাধান সম্ভব হবে না, ফলে নতুন আইন যাত্রীস্বার্থের তেমন উপকারে আসবেনা। চালকদের নির্মমতা ও উন্মত্ততা, পরিবহন খাতে বিশৃংখলা, অরাজকতা ও চাঁদাবজি এসব হ্রাস পাবে না। চার লেইন ও একমুখী রাস্তা করা ও সড়কখাতে বরাদ্দ অর্থের লুটপাট বন্ধ না হলে পরিস্থিতির উন্নতিও হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ