Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউপি নির্বাচনে সহিংসতা নড়াইলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলর বাঐশোনা ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ কনস্টেবল ফারুক হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টায় চরকেকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বাঐশোনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোল্যা ফোরকান আলী এবং বিদ্রোহী প্রার্থী চুন্নু শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে। চেয়ারম্যান প্রার্থী ফোরকান আলী অভিযোগ করে বলেন, ডুমুরিয়া থেকে চরডুমুরিয়া যাওয়ার পথে বিদ্রোহী প্রার্থী চুন্নুর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় মোটরসাইকেল ভাঙচুরসহ তার সমর্থকদের মারধর করে। অভিযোগ অস্বীকার করে বিদ্রোহী প্রার্থী চুন্নুর সমর্থকরা বলেন, ফোরকান সমর্থকরা প্রথমে তাদের ওপর হামলা চালায়। এমনকি নির্বাচনী উঠান বৈঠকেও তাদের ওপর হামলা চালিয়ে ব্যাপক তা-ব সৃষ্টি করে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়াদুল হক বলেন, সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে গেলে কনস্টেবল ফারুকের মাথায় ইটের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ই


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ