রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের বীরগঞ্জে সন্ত্রাসীর হামলায় একজন নিহত হয়েছে। তিন ঘন্টার ব্যবধানে বিক্ষুদ্ধ এলাকাবাসী সন্দেহভাজন ঘাতককে পুড়িয়ে হত্যা করেছে। এই ঘটনায় দফায় দফায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে ফেরার পথে বীরগঞ্জ উপজেলার জগদল ডাঙ্গাপাড়া এলাকার মৃত: কাশেম আলীর ছেলে সুরুজ মিয়া, এলাকার একটি মুরগী ফার্মের নৈশ্য প্রহরী শহীদ ও ৩ বছরের ছেলে একরামুলকে কুপিয়ে পালিয়ে যায় একই এলাকার তারামিয়ার ছেলে রবিউল ইসলাম। এতে ঘটনাস্থলেই সুরুজ মিয়া মারা যায়।
এই ঘটনার পর সকাল ৬ টা থেকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে সকাল পৌনে ৮ টার দিকে এলাকাবাসী ঘাতক রবিউল ইসলামকে কাহারোল উপজেলার তেরমাইল গড়েয়া নামক থেকে ধরে নিয়ে এসে ঘটনাস্থলে পুড়িয়ে হত্যা করে।
এতে করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সকাল থেকেই দফায় দফায় মহাসড়ক অবরোধ করে দু’পক্ষের লোকজন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও সকাল ১০ টা থেকে যানচলাচল শুরু হয়।
এলাকাবাসী জানায়, রবিউল ইসলাম এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত। গত প্রায় ২ মাস আগে সুরুজ মিয়ার ভাতিজা বশিরকে কুপিয়ে হত্যা করে। গত সোমবারও একজনকে এলোপাথারি কোপায় সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।