Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় অন্তঃসত্তাসহ নিহত ৩

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

গাজা উপত্যকায় বুধবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এক অন্তঃসত্তা নারী ও তার এক শিশু সন্তানসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। আলাদা একটি বিবৃতিতে গাজা উপত্যকায় ‘সন্ত্রাসী আস্তানা’ লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বিমান বাহিনী। ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলার পর প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল। তবে এখন পর্যন্ত বিমান হামলায় প্রাণহানি নিয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি তারা। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন মধ্যাঞ্চলীয় গাজার জাফারায়িতে ইসরাইলি বিমান হামলায় ইনাস খামাশ ও তার ১৮ মাস বয়সী মেয়ে নিহত হয়েছে। ২৩ বছর বয়সী ইনাস অন্তঃসত্ত¡া ছিলেন। হামলায় তার স্বামীও আহত হয়েছেন। বিমান হামলায় ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের এক সদস্য নিহত হয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক টুইটার পোস্টে দাবি করেছে, তারা গাজায় একটি অস্ত্র তৈরির কারখানা ও গুদামসহ ১৪০টি কৌশলগত জায়গায় হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বুধবার গাজায় তাদের একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোড়ার পরই সহিংসতা ছড়িয়ে পড়ে। জবাবে ইসরাইল ট্যাংক থেকে গোলা ছুড়েছে। এরপর আবার প্রতিশোধ নিতে বুধবার (৮ আগস্ট) রাতে ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ