Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরালায় নিহত ১৮

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতের কেরালায় বুধবার রাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ইদুক্কিতে মারা গেছেন ১০ জন। ৫ জন মালাপ্পুরম, কন্নুরের ২ জন এবং ওয়ানাদ জেলায় ১ জন। রাজ্যের বেশিরভাগ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। দুর্ভোগে পড়েছে অসংখ্য মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এর আগে গত মাসের শেষ দিকে ভারী বৃষ্টিতে কেরালা রাজ্যে বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত হয়েছিলেন ১২ জনের বেশি। উল্লেখ্য, এবারের বর্ষা মৌসুমে টানা বর্ষণ ও বন্যায় ভারতজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছয় রাজ্যে এখন পর্যন্ত ৫৩৭ জনের বেশি নিহত হয়েছে। দ্য হিন্দু, গাল্ফ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ