Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম


ক্ষমা প্রস্তাব নাকচ
ইনকিলাব ডেস্ক : কনজারভেটিভ দলের নেতাকর্মী, চেয়ারম্যান ও স্বয়ং প্রধানমন্ত্রী বিতর্কিত মন্তব্যের জন্য বরিসকে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেও তিনি জানিয়ে দিয়েছেন, ক্ষমা চাইবেন না। একসময়ের নন্দিত মেয়র বরিস বোরকা নিয়ে বিদ্বেষী মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন। বরিস মন্তব্য করেন, মুসলিম নারীরা বোরকা পরলে তাদের ‘চিঠির বাক্সের মতো’ দেখায়। বোরকা পরিহিতদের ‘ব্যাংক ডাকাতদের’ সঙ্গেও তুলনা করেন তিনি। দ্য টেলিগ্রাফ।

অপহরণের অভিযোগ
ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলার বিরোধী দলের আইনপ্রণেতা জুয়ান রিকুয়েসেনস ও তার বোন ছাত্রনেতা রাফায়েলা রিকুয়েসেনসকে মঙ্গলবার রাতে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে থাকা অবস্থায় দুইটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে জানানো হয়, প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে মঞ্চের কাছাকাছি ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এই ঘটনাকে সাজানো বলছেন অনেকেই। রয়টার্স।

নেই শুধু রাজদীপ
ইনকিলাব ডেস্ক : হাতে ধরা ছিল চিপসের প্যাকেট। কিন্তুরাস্তার ওপরে ছিটকে পড়ে সেই প্যাকেট। পায়ে থাকা ছোট্ট কমলা-সবুজ রঙের জুতোটাও পড়ে রইল রাস্তার ধারে। আচমকাই ব্রেক কষায় অটো থেকে ছিটকে রাস্তায় আছড়ে পড়ে মৃত্যু হয় শিশুটির। মঙ্গলবার ভারতের বরাহনগরের বীরেশ্বর নগরের বাসিন্দা রিঙ্কি এবং রাজা সর্দারের একমাত্র ছেলে রাজদীপের মৃত্যুর ঘটনা এটা। জি নিউজ।

সলিল সমাধি ৭
ইনকিলাব ডেস্ক : মালয়েশীয় নৌসীমায় অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে উপকূল রক্ষীরা। তারা বলছে, দুর্ঘটনায় সাত জনের সলিল সমাধি ঘটেছে এবং আটজন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় কেবলমাত্র একজন প্রাণে বেঁচে গেছে। নৌ-ডুবির ঘটনায় এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার দল পাঠানো হয়েছে। তারা সকলে তাবি-তাবির বাসিন্দা। সিনহুয়া।

নাকচ রাশিয়ার
ইনকিলাব ডেস্ক : ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে রাশিয়ার হ্যকাররা নাক গলাতে পারে বলে ব্রিটেনের অধ্যাপক ফিলিপ এন হাওয়ার্ডের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে মস্কো তা নাকচ করে দিয়েছে। ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই’র ওই খবরকে ভুয়া ধরনের খবর আখ্যায়িত করে নয়া দিল্লির রুশ দূতাবাস বলে, রাশিয়া ও তার মিত্র দেশগুলোর মধ্যে সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘ডাহা মিথ্যা ও ভিত্তিহীন এই বক্তব্য দিয়ে রাশিয়া এবং তার ব্রিকস অংশীদারদের মধ্যে সংঘাত বাধানোর একটি কূটিল প্রচেষ্টা চালানো হচ্ছে। জোহানেসবার্গে স¤প্রতি অনুষ্ঠিত গ্রæপটির শীর্ষ সম্মেলন সফল হওয়ার পর এই অপচেষ্টা শুরু হয়।’ এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ