Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশাল সিটি নির্বাচন অনিয়ম তদন্তে ৪সদস্যের কমিটি আসছে শনিবার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:৪৫ এএম

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ কেন্দ্রের ফলাফল ঘোষনা না হওয়ায় ১৫ কাউন্সিলর প্রার্থীর ভাগ্য ঝুলে থাকার মধ্যে নির্বাচন কমিশন ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিশনের যুগ্ম সচিব মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত ঐ কমিটি আগামী শনিবার তদন্তে বরিশালে আসছে। কমিটি স্থগিত ১৫টি কেন্দ্র ছাড়াও ভোট গ্রহন বন্ধ ঘোষিত ১টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ দায়িত্বরত আইনÑশৃংখলা কর্মীদের বক্তব্য গ্রহন ও সরেজমিনে কেন্দ্রগুরো পরিদর্শন করবে বলে মনে করা হচ্ছে। কমিটিকে সার্বিক ভোট গ্রহন প্রক্রিয়া অনুসন্ধান ও এ বাপারে সুপারিশ করতেও বলা হয়েছে বলে জানা গেছে।
গত ৩০ জুলাই চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও ভোট ডাকাতির মহোৎসবের মধ্যে দিয়ে বরিশাল সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে একটি কেন্দ্রের নির্বাচনী কার্যক্রম প্রিজাইডিং অফিসার বাতিল করেন। অপর ১৫ টির ফলাফল স্থগিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন এসব কেন্দ্রের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহন করবে বলে কমিশন সূত্রে জানা গেছে। এরফলে নগরীর ৯টি সাধারন ওয়ার্ড ও ৬ সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরের ভাগ্য ঝুলে আছে।
মহাজোট প্রার্থী সাদিক আবদুল্লাহ সকাল সোয়া ৮টায় তার বাস ভবনের অনতিদুরে সরকারী বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হবার পরে সেখানেও একই ঘটনার অবতারনা হয়। ফলে ঐ কেন্দ্রের ফলাফলও স্থগিত করা হয়। এছাড়াও নগরীর ২২নম্বর ওয়ার্ডের ৪টি কেন্দ্রের সবগুলো, ২৫নম্বরের ৫টি কেন্দ্রের ৩টি, ১৪ ও ১৭নম্বর ওয়ার্ডের দুটি করে কেন্দ্র এবং ২০, ২৩, ২৪ ও ২৭নম্বর ওয়ার্ডের একটি করে কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ