Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আফগান নেতা

ইনকিলাব ডেস্ক : তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের খবর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আফগান সরকার। কাবুল কর্তৃপক্ষ দুই পক্ষের মধ্যে যোগাযোগের কথা স্বীকার করেছে। তবে তালেবানদের হাতে কোন ভূখÐ ছেড়ে দেয়ার ধারণা প্রত্যাখ্যান করে বলা হয়, সরকার বিষয়টি সম্পর্কে অবহিত। এসএএম।

চীনে নিহত ৪
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলে ছোট একটি কয়লা খনিতে বিস্ফোরণে চার খনিশ্রমিক নিহত ও আরো নয় জন নিখোঁজ রয়েছেন। গুইঝৌ প্রদেশের জিমুজিয়া কয়লা খনিতে সোমবার রাতে ঘটনাটি ঘটেছে। বছরে তিন লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে খনিটিতে কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সিনহুয়া।

প্রতিবাদ বিক্ষোভ
ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা-অপচেষ্টার প্রতিবাদে তার সমর্থকরা সোমবার রাজধানী কারাকাসের রাস্তায় নেমে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেছে। মাদুরোর সমর্থনে আয়োজিত সমাবেশে তারা বলেছেন, “আমরা দেশের ভেতরে হস্তক্ষেপকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।” পার্সটুডে।

ইইউ’র সমর্থন
ইনকিলাব ডেস্ক : পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস পাকিস্তানে সরবরাহের প্রকল্পের প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থনের কথা ঘোষণা করেছেন পাকিস্তানে নিযুক্ত ইউনিয়নের রাষ্ট্রদূত জন ফ্রাঁসোয়া কাতিন। সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত ওই সাক্ষাতে ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইনসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। পার্সটুডে।

বড় দাবানল
ইনকিলাব ডেস্ক : ক্যালিফোর্নিয়ার দুটি দাবানল যা একত্রে ‘মেনডোসিনো কমপ্লেক্স ফায়ার’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের রাজ্যটির ইতিহাসে ‘সবচেয়ে বড় সক্রিয় দাবানলে’ পরিণত হয়েছে। সোমবার রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দাবানলে ইতিমধ্যে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ একর জায়গা পুড়ে গেছে, যা আয়তনে প্রায় লস অ্যাঞ্জেলেসের সমান। বিবিসি

জর্ডানকে চাপ
ইনকিলাব ডেস্ক : জর্ডানে বসবাসরত বিশ লাখ ফিলিস্তিনির শরণার্থী মর্যাদা প্রত্যাহারে আম্মানকে চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থাকে বন্ধ করে দেওয়ার যে পদক্ষেপের অংশ হিসেবেই এই চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন। ফরেন পলিসি।

আফগান শরণার্থী
ইনকিলাব ডেস্ক : প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে এক সপ্তাহের মধ্যে ২০ হাজারেরও বেশি আফগান শরণার্থী দেশে ফিরেছে অথবা জোরপূর্বক তাদের ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ অভিবাসন সংস্থা আইওএম একথা জানিয়েছে। আইওএম এক বিবৃতিতে জানায়, ২৯ জুলাই থেকে ৪ আগস্টের মধ্যে ইরান থেকে মোট ১৯ হাজার ৫১৩ আফগান দেশে ফিরেছে। গত সপ্তাহের চেয়ে এই সংখ্যা ৫ শতাংশ কম। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ