মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কোনো ধরনের চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসছে বৃটেন। বৃটিশ সংবাদপত্র সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একগুঁয়েমির কারণেই কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ব্রিটেনের এই মন্ত্রী ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে বলেন, তাদের জন্যই এখন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তাদের একগুঁয়েমি আমাদের একটি চুক্তিহীন বিদায়ের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জানান, ব্রেক্সিট নিয়ে মন্ত্রিসভায় অনুমোদিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে ইউরোপীয় ইউনিয়ন বাতিল করে দিয়েছে। তাদের অজুহাত হচ্ছে, এ ধরনের চুক্তি আমরা এর আগে কখনো করিনি। এদিকে, প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দেখা করেছেন। ফ্রান্সের মেডিটেরিয়ান সৈকতে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। মে ব্রেক্সিট নিয়ে তার পরিকল্পনাকে সমর্থনের জন্য লবিং করতে ফ্রান্সের প্রতি আহŸান জানান। ইতিমধ্যে এ ইস্যুতে তার সরকারের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। একইসঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দর কষাকষিতে জয় লাভে ব্যর্থ হয়েছেন। এজন্য তার হাতে আর বেশি সময়ও বাকি নেই। ২০১৯ সালের ২৯শে মার্চ ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসছে ব্রিটেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।