প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল তার নতুন সিনেমা দিন-দ্যা ডে’র জন্য প্রস্তুতি শুরু করেছেন। অ্যাকশন দৃশ্যে পারফরম করার জন্য তিনি ফাইট শিখছেন। ফাইট দৃশ্যের জন্য তিনি নিয়মিত রিহার্সেল দিচ্ছেন। এই রিহার্সেলের দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনন্ত জলিল বলেন, এখন ফাইট রিহার্সাল চলছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তাই তুলে ধরতে নতুন ছবি 'দিন: দ্যা ডে' নির্মাণ হবে। চলচ্চিত্রের নাম নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে কিছুটা বিভ্রান্তি রয়েছে বলে মনে করেন অনন্ত। তিনি বলেন, অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। আমার চলচ্চিত্রের নামটি হবে দিন-দ্যা ডে। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম ‘দ্বীন’, আসলে তা নয়। তিনি বলেন, বাংলাদেশে প্রথম ইসলামিক জীবন-যাত্রা ও তথ্য নির্ভর চলচ্চিত্র নির্মাণ করবো। ইসলামিক তথ্য নির্ভর চলচ্চিত্রটিতে থাকবে ইসলাম নিয়ে অসংখ্য ম্যাসেজ। যেমনটি নির্মাণ করে ইসলামিক দেশগুলোতে। আমরা জানি, ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সর্মথন করে না, আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণের ব্যাপারে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশের সঙ্গে আলোচনায় বসেন অনন্ত। গত ১৮ জুন ইরানের তেহরানে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের কার্যালয়ে তাদের মধ্যে এ আলোচনা স¤পন্ন হয়। এই সিনেমায় অনন্ত এবং বর্ষা প্রধান চরিত্রে অভিনয় করবেন। ইরানের সুন্দর ও নয়নাভিরাম স্থানগুলোতে সিনেমাটির শূটিং হবে। সিরিয়ায়ও সিনেমাটির দৃশ্যধারণ করতে চান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।