Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপিং সেন্টারে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্টা আনা নামে একটি শপিং সেন্টারের গাড়ি পার্কিং এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার বিকালে এই দুর্ঘটনা ঘটে। অরেঞ্জ কান্ট্রি অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বিমানটি শপিং সেন্টারের পার্কিং এলাকায় ধসে পড়ে। বিমানে থাকা ৫ জনই নিহত হন। তবে মাটিতে থাকা কেউ আহত হননি। অগ্নি নির্বাপণ বিভাগ জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ব্রিস্টল স্ট্রিটের ৩৯০০ নম্বর বøকে যায় তাদের কর্মীরা। ওই ঘটনার ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে, দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা বিমানের ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়ে রয়েছে। ফেডারেশন অ্যাভিয়েশন বিভাগের প্রশাসনিক কর্মকর্তারা জানান, সেসনা-৪১৪ বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি পরিস্থিতি ঘোষণা করলে তাদের অরেঞ্জ কান্ট্রির জন ওয়েইন বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়া হয়। তাদের বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়। -সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ