বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান ন্যায়সঙ্গত আন্দোলন রুখে দিতেই গণপরিবহন ধর্মঘট- এমন অভিযোগ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব চট্টগ্রামের নেতারা। গতকাল রোববার এক বিবৃতিতে তারা বলেন, গত কয়েকদিনে আন্দোলনরত শিক্ষার্থীরা যানবাহন চালকদের কাছে বৈধ লাইসেন্সসহ কাগজপত্র চেয়ে পাননি। এতে প্রমাণিত হয় বেশিরভাগ গণপরিবহনের ফিটনেস এবং বৈধ কাগজপত্র নেই। চালকদের লাইসেন্সও নেই। এমন নৈরাজ্যকর অবস্থা আড়াল করতেই কথিত নিরাপত্তার অজুহাতে পরিবহন মালিকরা ধর্মঘটের মাধ্যমে চট্টগ্রামসহ দেশবাসীকে জিম্মি করে ফেলেছে। এ জিম্মিদশা থেকে জনগণকে উদ্ধারে সরকারের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা। গণপরিবহনে শৃঙ্খলা আনার ক্ষেত্রে প্রধান বাধা মালিক-শ্রমিক গ্রæপ যারা কোন আইন ও নিয়মনীতি তোয়াক্কা করেন না। তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে বলেন তারা। শিক্ষার্থীরা জাতির সুপ্ত বিবেককে জাগ্রত করেছেন উল্লেখ করে তারা বলেন, সরকার তাদের ন্যায্যদাবি মেনে নেয়ারও ঘোষণা দিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরীর সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।