Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

চিকিৎসকদের শাস্তি 

ইনকিলাব ডেস্ক : নিকারাগুয়ায় চিকিৎসকদের শাস্তির প্রদানের প্রতিবাদে শনিবার দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরতেগা সরকারের বিরুদ্ধে কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। মিছিলকালে বিক্ষোভকারীরা ‘আর নয় ক্ষমতার অপব্যবহার’, ‘চিকিৎসকরা দীর্ঘজীবী হোক’, ‘চিকিৎসকরা সন্ত্রাসী নয়’ শ্লোগান দিয়ে চিকিৎসকদের সঙ্গে সংহতি প্রকাশ করে। সরকার ম্যানাগুয়ায় আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দেয়ায় চিকিৎসকদের সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের চাকরিচ্যুত করেছে । এএফপি।


বোনের মাথা কেটে
ইনকিলাব ডেস্ক : পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় বোনের মাথা ধড় থেকে বিছিন্ন করল ভাই। বাড়ির অদূরে মাঠের মধ্যে বোনকে নৃশংসভাবে খুন করে নির্লিপ্তভাবে বাড়ি ফিরে যায় সে। রক্তমাখা ছুরি হাতে ধরেই অপেক্ষা করতে থাকে পুলিশ আসার জন্য। শনিবার সকালে পুলিশ যখন তাকে গ্রেফতার করে, তখন বাড়ির উঠোনেই বসেছিল ওই যুবক। শুক্রবার রাতে অনার কিলিংয়ের এ ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশে। ডিএনএ ইন্ডিয়া।


চীনে নিহত ২০
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ ঘটনায় আরও আটজন নিখোঁজ রয়েছেন। চলতি সপ্তাহের শুরু থেকেই এই বন্যায় এখন পর্যন্ত আট হাজারে বেশি ঘরবাড়ি, কৃষি জমি, রাস্তা, রেলওয়ে লাইন এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জিনজিয়ান প্রদেশের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ২০ জন নিহত হয়েছেন। একইসঙ্গে হামিতে কিনচেং টাউনশিপে ভারী বর্ষণের কারণে আটজন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি জলাধারের একাংশ ভেঙে গেলে বন্যা ভয়াবহ আকার ধারণ করে। তারা বলছেন, ওই জলাধারের সক্ষমতা প্রতি সেকেন্ডে ৫৩৭ কিউবিক মিটার। কিন্তু এখন প্রতি সেকেন্ডে এক হাজার ৮৪৮ কিউবিক মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সিনহুয়া।


রহস্যময় কূপ
ইনকিলাব ডেস্ক : খেলার মাঠের মাঝেখানে হঠাৎ রহস্যময় কূপ দেখে আতঙ্কে এলাকাবাসী! এমন ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। জানা যায়, হঠাৎ করেই ৫০ মিটার গভীর একটি বৃহদায়তনের গর্ত বা কূপের সন্ধান পাওয়া গেছে। আর এই অদ্ভুত কূপটির নাম দেয়া হয়েছে নরকের দরজা। এদিকে, কূপ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা কথা রটেছে। তবে কীভাবে এবং কখন এটি তৈরি হলো সে বিষয় কেউই স্পষ্ট কিছু জানাতে পারেননি। রয়টার্স।


একচ্ছত্র বাণিজ্য যুদ্ধ

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের একচ্ছত্র বাণিজ্য যুদ্ধ এবং নিজ দেশের স্বার্থে নেয়া একের পর এক পদক্ষেপ প্রতিহত করতে চীন, ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর একযোগে কাজ করতে হবে। এমনটাই মনে করেন ভারতীয় অর্থনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, বিশ্বায়নের এ যুগে অর্থনৈতিক সমঝোতার পরিবর্তে আমদানি পণ্যে শুল্কারোপের প্রতিযোগিতায় নামতে পারে না। ক্ষতি এড়াতে চীন এবং ভারতকে পণ্য রফতানির জন্য বিকল্প বাজার খোঁজারও পরামর্শ দেন তারা। রয়টার্স।


পাকিস্তানে নিহত ১৮
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার প্রদেশের কোহাট জেলার সামারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি বুনার থেকে করাচি যাচ্ছিল। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ