Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অতি উচ্চতায় কার্যকর রকেট বানাচ্ছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

সামরিক বাহিনীর গোলন্দাজ শাখার জন্য বিদ্যুৎ ও চুম্বক শক্তিতে নিক্ষেপযোগ্য (ইলেক্ট্রম্যাগনেটিক ক্যাটাপুল্ট) রকেট প্রযুক্তি তৈরি করছে চীন। যা তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের (টিএআর) মতো অতি উচ্চতাতেও কার্যকর থাকবে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তাদের আশঙ্কা, এই রকেট ভারতের সীমান্তেও মোতায়েন করা হতে পারে। নতুন এই উদ্ভাবনকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করে চীনের সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই রকেট ২০০ কিলোমিটারের অভ্যন্তরে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এছাড়া এটি প্রচলিত যেকোনও গোলন্দাজ বন্দুকের চেয়ে বেশি শক্তিশালী ও কার্যকর হবে। ওই রিপোর্টে ভারত সীমান্তে মোতায়েনের কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে এই প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট এক সামরিক বিজ্ঞানীকে উদ্ধৃত করে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চীন সীমান্ত এলাকার সামরিক ঘটনায় এই প্রযুক্তির রকেট ব্যবহার করা যেতে পারে। চীনের দক্ষিণ পশ্চিম সীমান্তে ভারতের অবস্থান। ওই রকেট কোথায় মোতায়েন করা হবে তা নিয়েও খুব বেশি অনুমানের সুযোগ চীনের সংবাদে রাখা হয়নি। গত বছর সিকিম সীমান্তের দোকলামে চীন ও ভারত ৭৩ দিন ধরে পাল্টাপাল্টি সামরিক অবস্থান নিয়ে ছিল। ভুটানের দাবি করা অঞ্চল দিয়ে চীনা নাগরিকেরা একটি কৌশলগত সড়ক তৈরির চেষ্টা চালালে ভারত তাতে বাধা দেয়। ওই সময়ে চীনা কমিউনিস্ট পার্টির পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ