Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেনমার্কে বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ডেনমার্কে বোরকা নিষিদ্ধ করে নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহতষ। বুধবার থেকে তারা দেশটির রাজধানী কোপেনহেগেনে আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীরা বলছে, নতুন এ আইনের কারণে অনেক মুসলিম নারীর নাগরিক অধিকার লঙ্ঘিত হবে। খবরে বলা হয়েছে, মে মাসে ডেনমার্ক জনসম্মুখে বোরকা পরিধান নিষিদ্ধ করেছিল। কিন্তু বুধবার দেশটিতে এ আইন কার্যকর করা হয়। আইনে বলা আছে, কাউকে যদি জনসম্মুখে বোরকা পরা অবস্থায় দেখা যায় তাহলে তাকে সর্বনিম্ন ১০০০ ক্রোন বা ১৫৭ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ১০,০০০ ক্রোন বা ১৫৬৫ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হবে। এর আগে ইউরোপের আরো অনেক দেশ বোরকা বা নেকাব নিষিদ্ধ করেছে। ২০১১ সালে ফ্রান্স সর্বপ্রথম বোরকা নিষিদ্ধ করে। এরপর বেলজিয়াম, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড একই আইন প্রণয়ন করে। ইউরোপের আরো কিছু দেশ শিগগিরই বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে। এ ছাড়া সব ইউরোপিয়ান দেশেই বোরকা নিয়ে তুমুল বিতর্ক চলছে। ডেনমার্কে অনেক মুসলিম নারীই চোখ ছাড়া সমগ্র শরীর বোরকায় ঢেকে রাখেন। অধিক রক্ষণশীলরা চোখের খোলা স্থানটিতে স্বচ্ছ কাপড়ে আচ্ছাদিত বোরকা পরেন। এভাবেই তারা সন্তানদের স্কুল, মুদির দোকান বা অন্যান্য মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মিশেন। কিন্তু নতুন এ আইনের ফলে তাদেরকে মুখ খোলা রেখে চলতে হবে। এতে অনেকের পক্ষেই বাড়ির বাইরে যাওয়া অসম্ভব হয়ে উঠবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ