মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের সেনারা
ইনকিলাব ডেস্ক : ইউরোপে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনী রাশিয়া থেকে সরবরাহ করা জ্বালানি বিশেষ করে গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। রাশিয়ার গ্যাস ব্যবহার করে তাদের চলতে হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অনেক কংগ্রেস সদস্য। ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য তারা জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহŸান জানিয়েছেন। ডিফেন্স লজিস্টিক এজেন্সি প্রকাশিত তথ্য অনুসারে, জার্মানিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের শতকরা ৪০ ভাগ জোগান দেয় রাশিয়া রামস্টেইন বিমানঘাঁটি যা ইউরোপে মার্কিন বাহিনীর সদরদফতর হিসেবে কাজ করে। ওয়েবসাইট।
চীনে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় কিনঘাই প্রদেশের ঝিদই কাউন্টিতে শুক্রবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। চীন ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৪.৯০ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯২.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রয়টার্স।
বিদেশীর লাশ উদ্ধার
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে তিন বিদেশীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। অপহরণের পর হত্যা করা হয়েছে বলে মনে করছে কাবুল পুলিশ। যুদ্ধবিধ্বস্ত রাজধানীটিতে বিদেশীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা এটি। কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্তানিকজাই জানিয়েছেন, এ মুহূর্তে এটিকে একটি সন্ত্রাসী ঘটনা বলে ভাবা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হত্যার দায় স্বীকার করেনি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা ভারত, মেসিডোনিয়া ও মালয়েশিয়ার নাগরিক বলে জানিয়েছেন তিনি। নিহত তিনজন কাবুলে একটি লজিস্টিকস কোম্পানিতে কর্মরত ছিলেন। গতকাল তারা একটি গাড়ি ও চালককে সঙ্গে নিয়ে অফিস ত্যাগ করার পর এ ঘটনা ঘটে। অফিস ত্যাগের মাত্র ১ ঘণ্টা পর কাবুলের বাইরে পল্লী অঞ্চল থেকে তাদের লাশউদ্ধার করা হয়। এএফপি।
বন্ধ করেছে ইসরাইল
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় জ্বালানি ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে ইসরাইলি ভূমিতে অগ্নিবোমা নিক্ষেপের প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে। আংশিকভাবে বন্ধ বাণিজ্যিক সীমান্ত পারাপার কারেম আবু সালেম হয়ে জ্বালানির চালান সরবরাহ বন্ধ করার আদেশ দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিব্যারম্যান। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সিদ্ধান্ত জারি থাকবে। আল-জাজিরা।
জিম্বাবুয়ে সহিংসতা
ইনকিলাব ডেস্ক : জিম্বাবুয়েতে ভোটের চূড়ান্ত ফল প্রকাশের আগেই রাজধানী হারারেতে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেনাদের গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছে। রাজধানীর সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে সেনাসদস্য। বুধবার দেশটির নির্বাচন কমিশন ভোটের আংশিক ফল প্রকাশ করে। ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি পার্লামেন্টের ২১০ আসনের মধ্যে ১৪৪টিতে জয় পেয়েছে। প্রধান বিরোধী দল এমডিসি অ্যালায়েন্স পেয়েছে ৬১টি আসন। এখনও ৩ আসনে ফল ঘোষণা বাকি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।