বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর একযোগে পুলিশ ও অজ্ঞাতপরিচয় কিছু যুবক হামলা চালানোর অভিযোগ ওঠায় প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
এর প্রতিবাদে শুক্রবার (০৩ আগস্ট) সকালে মিরপুর সনি সিনেমা হলের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এসব অভিভাবক মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের।
শতাধিক অভিভাবক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
অভিভাবক শামীম আরা নিপা বলেন, গতকাল আমাদের বাচ্চাদের ওপর হামলা হয়েছে। এতে আমরা শঙ্কিত।
আর একটি বাচ্চার ওপরে আঘাত এলে আমরা ঘরে বসে থাকবো না। এর আগে সরকার অনেক দাবি পূরণের কথা বলে ঝুলিয়ে রেখেছে। ৯ দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপন জারি করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।