Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মমতার সাহসী ভূমিকা সরকারের জন্য শিক্ষণীয়

-ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন, ভারতের আসামে এন.আর.সি কর্তৃক বাংলাদেশী অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ৪০ লাখ মানুষকে বাস্তুহারা করা হচ্ছে। এই সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভ‚মিকা এবং বিবৃতির ভ‚য়সী প্রশংসা করে বাংলাদেশ সরকারকে মমতার কাছ থেকে শিক্ষা ন্ওেয়ার আহবান জানিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, ভারত উপ-মহাদেশের শান্তি, নিরাপত্তায় পরিক্ষীত সংস্থা ‘সার্ক’-কে অকার্যকর করে বার্মার স্থায়ী অধিবাসী ১২লক্ষ মুসলমানদেরকে বাস্তুহারা বিপন্ন করে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আজ আসামের ৪০ লক্ষাধিক মুসলমান বিপদাপন্ন হয়ে বাস্তুহারা হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিরব ভ‚মিকা পালন করায় এডভোকেট রকিব গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিবৃতিতে ভারতের আসাম রাজ্যে এবং অন্যান্য অঞ্চলে মুসলিম নির্যাতন বিষয়ে কালবিলম্ব না করে সার্কভুক্ত দেশ সমূহকে নিয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ঐক্যজোট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ