Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৮, ১২:০৩ এএম

পথচারীকে উড়িয়ে দিয়ে
ইনকিলাব ডেস্ক : রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। এ সময় একটি গাড়ি সামনে থেকে ওই নারীকে ধাক্কা মেরে চলে যায়। ভারতের দেরাদুন শহরের খুরবুরা চাউক গ্রামে সিসিটিভিতে এমনই দৃশ্য ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন শাড়ি পরিহিত এক নারী। এ সময় তার সামনের দিক থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই লাল রঙের একটি ওই নারীকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ওই নারী উড়ে গিয়ে ছিটকে পড়েন। টাইমস অব ইন্ডিয়া।

এক কলেজেই ৩০
ইনকিলাব ডেস্ক : পুরো এক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় ‘প্রেম’! তাও আবার একই কলেজের ৩০ জন ছাত্রীর সঙ্গে! হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ভারতের চন্দননগর কলেজে। ভারতীয় পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার চন্দননগর বাসস্ট্যান্ডে এক প্রেমিকার সাথে দেখা করতে যান ওই যুবক। এ সময় বাসস্ট্যান্ডে অন্য প্রেমিকারাও আচমকা হাজির। কী আর করা! এক প্রেমিকের সাথে তো আর ৩০ জনের প্রেম হতে পারে না। এবিপি।

মাতৃত্বকালীন ছুটি শেষে
ইনকিলাব ডেস্ক : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও সদ্য জন্ম দেয়া শিশুর মা জাসিন্ডা আরডার্ন ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি শেষে বৃহস্পতিবার আবারো তার কাজে যোগ দিয়েছেন। কোন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে তিনি হলেন দ্বিতীয় বিশ্ব নেতা। এর আগে বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেন। এএফপি।

চীনে ৯ জন নিহত
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়ংদং প্রদেশে একটি ট্রাক উল্টে গিয়ে দু’টি কারের ওপর পড়ে যাওয়ায় নয়জন নিহত ও দু’জন আহত হয়েছে। খবরে বলা হয়, হুইদং কাউন্টির ইউমাইউয়ান গ্রামের কাছে বুধবার স্থানীয় সময় বেলা ২ টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি সিমেন্ট ট্যাঙ্কার ট্রাক উল্টে গিয়ে পাশ দিয়ে চলা দু’টি কারের ওপর পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ