Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোমার বিপক্ষেই ম্যালকমের প্রথম গোল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কত কিছুই ঘটে গেল ম্যালকমের জীবনে। রোমার সঙ্গে মৌখিক চুক্তির পর বার্সেলেনার ডাক উপেক্ষা করতে পারেননি ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। সেই রোমার বিপক্ষেই বার্সার জার্সিতে প্রথম গোলটি করলেন ২১ বছর বয়সী।
গতকাল টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ম্যালকম। কিন্তু আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, ব্রায়ান ক্রিশÍান্তে ও ডিয়েগো পেরোত্তির গোলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা। এর আগে ষষ্ঠ মিনিটে করা রাফিনহোর গোল শোধ দেন স্টেফেন এল শারাওয়ি। দ্বিতীয়ার্ধে দলে দশটি পরিবর্থন আনেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। প্রস্তুতি ম্যাচ খেলতে বার্সা যুক্তরাষ্ট্র সফরে থাকলেও ন্যু ক্যাম্পেই অনুশীলন করছেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, জর্ডি আলবা ও সার্জিও বুসকেতসরা।
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে রোমার অফিসিয়াল টুইটার পেজে মজা করে একটা পোস্ট দেয়া হয়। যেখানে তারা দৃঢ় প্রতিজ্ঞা করে ম্যালকমকে নিয়ে তারা কোন শব্দই উচ্চারণ করবে না। কিন্তু ম্যালকমের গোলের পরই তাদের টুইট, ‘৪৯ মিনিট- গোল পেল বার্সেলোনা। তারা পুরনায় এগিয়ে গেল... অবধারতিভাবে তা ম্যালকমের গোলে।’
শুধু বার্সা নয়, যুক্তরাষ্ট্রেই আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে হতাশার দিন কেটেছে তাদের চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদেরও। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইডের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা। তার মানে বার্নাব্যুর দলে হার দিয়ে যাত্রা শুরু হলো কোচ হুলেন লোপেতেগির।
ইদানিং বেশ সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে ম্যান ইউ কোচ হোসে মরিনহোকে। বিশ্বকাপ জয়ী তারকা পল পগবাকে নিয়ে বিদ্রæপ, ক্লাব অধিনায়ক অঁতোয়ান ভ্যালেন্সিয়া ও অ্যান্থনি মার্শিয়ালকে নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য ও দলে খোলোয়াড় কেনাবেচা নিয়ে বেশ অগোছালে মনে হচ্ছে পর্তুগিজ কোচকে। এরপরও ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে মৌসুম শুরু করতে পারবেন মরিনহো। দুই সপ্তাহেরও বেশি সময়ের যক্তরাষ্ট্র সফরে এটাই তাদের সবচেয়ে ভোলো মুহূর্ত। প্রথমার্ধের গোল দুটি করেন অ্যালিক্সেস সানচেস ও আন্দ্রে হেরেইরা। রোববার পরবর্তি প্রস্তুতি ম্যাচে মিউনিখে বায়ার্নের বিপক্ষে খেলবে রেড ডেভিলরা। এরপর তারা চারদিন সময় পাবে লেস্টার ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করার আগে।
রোববারেই রিয়ালের পরবর্তি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ জুভেন্টাসের বিপক্ষে। সদ্য সাবেক সেনানী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে অবশ্য সাক্ষাত হচ্ছে না রিয়ালের। দল যুক্তরাষ্ট্র সফর করলেও তুরিনেই রয়ে গেছেন পর্তগিজ তারকা। একই দিন বার্সার প্রতিপক্ষ আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ