Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

৬ শতাধিক ব্যারাক
ইনকিলাব ডেস্ক : চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়শ’রও বেশি ব্যারাক জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। পিএলএ’র সেনা, নৌ, বিমান বাহিনী ও রকেট ফোর্স এবং আর্মড পুলিশের ডিভিশন, ব্রিগেড, রেজিমেন্ট, ব্যাটালিয়ন ও কোম্পানি লেভেলের ব্যারাকগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। দেশের ৩১টি প্রাদেশিক অঞ্চলে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সিনহুয়া।

শান্তিরক্ষা মিশন
ইনকিলাব ডেস্ক : কানাডার সশস্ত্র বাহিনী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে আবারো তাদের শান্তিরক্ষা মিশন শুরু করেছে। সৈন্য মোতায়েনের মাধ্যমে এক দশক পর দেশটি শান্তিরক্ষী বাহিনীতে ফিরে এলো। বুধবার থেকে মালির উত্তরাঞ্চলে ছয়টি হেলিকপ্টারসহ ২৫০ সৈন্যের দলটি কাজ শুরু করবে। বর্তমানে সেখানে মোতায়েন জার্মান সৈন্যরা কানাডার এই দলটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এএফপি।

অব্যাহত থাকবে
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কোর ওপর অবরোধ অব্যাহত এবং অপরিবর্তিত থাকবে। হোয়াইট হাউসে ইতালির প্রাধানমন্ত্রী গিউসেপি কন্তের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর আগের মতই অবরোধ অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর বারবার অবরোধ আরোপ করছে। ট্রাম্পের এ শাসনকালে রুশ কূটনীতিকদের বহিষ্কার এবং সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, সিয়াটোল ও ওয়াশিংটনে মস্কোর কনস্যুলেট বন্ধ করে দেয়া হয়। তাস।

জাহাজগুলো ফেরত
ইনকিলাব ডেস্ক : অবৈধভাবে মাছ ধরায় আলজেরিয়ার বন্দরে আটক থাকা তিনটি জাহাজ তুরস্ককে ফেরত দিয়েছে দেশটি। জাহাজগুলো প্রায় ৯ বছর আগে আটক করেছিল আলজেরিয়া। এদিকে বিনা দোষে জাহাজ আটকে রেখে আর্থিক ক্ষতি করার অভিযোগে আলজেরিরার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে জাহাজের মালিক প্রতিষ্ঠান ‘অ্যাকোয়া গ্রুপ’। অ্যাকোয়া গ্রুপ তুরস্কের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যবসায়ী গ্রুপ। মিডল ইস্ট মনিটর।

২১ ভারতীয় জেলে
ইনকিলাব ডেস্ক : অবৈধভাবে ইরানের পানি সীমায় ঢুকে পড়া ২১ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে তেহরান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মঙ্গলবার এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছেন। টুইটে সুষমা জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত জেলেদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের অধিবাসী। তাদেরকে ইরানের দিক্ষণাঞ্চলীয় ‘নাহ্লে তাকি’ এলাকা থেকে আটক করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, ইরানের ভারতীয় দূতাবাস ও বন্দর আব্বাসের কনস্যুলেটের যৌথ তৎপরতার মধ্য দিয়ে তাদের মুক্ত করা হয়েছে। রয়টার্স।

জিম্বাবুয়ে জয়লাভ
ইনকিলাব ডেস্ক : জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ পার্টি ১০৯ আসন পেয়ে নির্বাচনী জয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। জিম্বাবুয়ের নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে, বিরোধী মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) পার্টি ৪১টি আসন পেয়েছে। তবে এখনও ৫৮টি আসনের ফল ঘোষণা করা হয়নি। গত বছর দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ক্ষমতাচ্যুত করার পর সোমবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আল-জাজিরা।

কাঠগড়ায় মানাফোর্ট
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী বিশেষ কর্মকর্তা রবার্ট মুলারের আনা অভিযোগের ভিত্তিতে প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক প্রধান পল মানাফোর্ট। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, ভুয়া আয়কর রিটার্ন দাখিল, অর্থ পাচারসহ ১৮ টি অপরাধের অভিযোগ আছে। এসব অভিযোগে মঙ্গলবারই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে। চলবে তিন সপ্তাহ ধরে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ