মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবারের এ ঘটনায় এক আত্মঘাতী হামলাকারী সরকারি দপ্তরটির প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর পর বহু লোককে জিম্মি করেছিল তার সঙ্গী বন্দুকধারীরা। এই হামলা ১৭ বছর ধরে যুদ্ধ চলার পরও আফগানিস্তানে বিরাজমান শোচনীয় নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার জন্য বিভিন্ন মহলের চাপ বৃদ্ধির মধ্যেই বেসামরিক লক্ষ্যগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে আরেক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। জালালাবাদের এ হামলার সঙ্গে তারা জড়িত নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে তালেবান। কয়েক ঘন্টা ধরে টানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, দুই বন্দুকধারী নিহত ও ভবনটির অধিকাংশ ধ্বংস হওয়ার পর ঘটনাটি শেষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। উদ্ধারকারীরা ভবনটিতে তল্লাশি চালাচ্ছেন ফলে মোট হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, আট জন নিহত হয়েছেন ও প্রায় ৩০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে তাদের এক পানি ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মী রয়েছেন। আল-জাজিরা, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।