Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোয়ান্টামই চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

শেষ ম্যাচে ড্র হলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণকে সামনে রেখে গতকাল মাঠে নামে কোয়ান্টাম ফাউন্ডেশন। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ৪০-১৫ গোলে ওল্ড আইডিয়ালসকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় দলটি। লিগে ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই সেরা হয়েছে কোয়ান্টাম।
দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই এমন সমীকরণে মাঠে নেমে কাঙ্খিত জয় পায় আরামবাগ ক্রীড়া সংঘও। ৭৭-১৪ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে পরাজিত করে তারা। নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৬-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আরামবাগ ক্রীড়া সংঘ এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এর ২২ পয়েন্ট হওয়ায় গোল পার্থক্যে এগিয়ে থাকায় আরামবাগ ক্রীড়া সংঘ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। কোয়ান্টামের ছাচিং অং চাক সেরা খেলোয়াড় হয়েছেন। বাংলা ক্লাব দলের শায়েখ হাসান হয়েছেন সেরা গোলরক্ষক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ