প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেট ফ্লিক্সের ওয়েব সিরিজ ‘স্যাক্রেড গেইমস’-এর ব্যাপক সাফল্যের পর বিষয়বস্তু দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘ডি কোম্পানি’ নামের অনুরূপ একটি ওয়েব সিরিজ নির্মাণের জন্য হাত মিলিয়েছেন বলিউডের দুই নির্মাতা মাধু মান্তেনা এবং রাম গোপাল ভার্মা (ছবিতে ডানে)। বলাই বাহুল্য দাউদ ইব্রাহিমের অপরাধ জগতকে নিয়েই হবে এর কাহিনী; ‘ডি কোম্পানি’ দাউদের দলের নাম। রাম গোপাল বলেন : “গ্যাংস্টারদের, এনকাউন্টার পুলিশ, অপরাধ জগতের দালাল, পুলিশের তথ্য সরবরাহকারীদের কাছ থেকে গত ২০ বছর ধরে পাওয়া আমার তথ্যের সংগ্রহই হবে এই কাহিনীর ভিত্তি। সিরিজটি কোনোভাবেই দাউদ ইব্রাহিমের জীবনী হবে না, বরং পুরো ডি কোম্পানির সৃষ্টি থেকে এর প্রতিষ্ঠা লাভ এবং ভারতের অপরাধ জগতের ইতিহাস হবে এটি।” ভার্মা আরও বলেন : “সাধারণ এক মস্তান থেকে পাঠান গ্যাংকে উৎখাত করে দাউদ ইব্রাহিমের শীর্ষে উত্থান এবং পরে দুবাইতে ঘাটি স্থাপন দেখান হবে ‘ ডি কোম্পানি’ সিরিজে। দেখান হবে সমাজের উপরের স্তরের মানুষ এবং বলিউড তারকাদের তার কারবারের সঙ্গে সংশ্লিষ্ট করে দাউদে যেভাবে তার গ্যাংকে গ্ল্যামারাস রূপ দিয়েছিল।” বাবরি মসজিদ ধ্বংস এবং তা নিয়ে যে হিন্দু-মুসলমান দাঙ্গা হয়েছিল তার প্রেক্ষাপটও বর্ণিত হবে বলে ভার্মা জানান। এতে ছোটা রাজন দাউদের দল থেকে আলাদা হয় এবং তাদের মধ্যে দ্ব›দ্ব সৃষ্টি হয়। মান্তেনা বলেছেন: “রামু এখন নয় ৯০ দশক থেকে এর তথ্য সংগ্রহ করে চলেছেন। তিনি ‘সত্য’ আর ‘কোম্পানি’ নির্মাণ করেছেন: আমার বিশ্বাস এই বিষয়ে তার চেয়ে বেশি আর কেউই ওয়াকিবহাল নয়।” মান্তেনা জানিয়েছেন প্রতি মৌসুমে ১০ পর্ব করে পাঁচ মৌসুমে সিরিজটি শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।