Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে ভূমিধসে নিহত ২৩ লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

উত্তর মিয়ানমারে খনিতে ভূমিধসের ঘটনায় নিহত ২৩ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার খনি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ভারী বৃষ্টিপাতের কারণে রোববার উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি। গত মঙ্গলবার সকালে শহরের উপকণ্ঠে সিক মু গ্রাম এলাকায় আয়িয়ার ইয়াদানার কোম্পানির একটি অব্যবহৃত খনি স্থলে ৯১.৪ মিটার উঁচু দেয়াল ভেঙ্গে পড়লে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা আরো ৪ জনের সন্ধান করছে যাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। নিহত শ্রমিকদের বেশিরভাগই প্রত্যন্ত কাচিন প্রদেশের রাওয়াং সংখ্যালঘু নৃগোষ্ঠীর সদস্য। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, ‘রোববার সন্ধ্যায় আমরা ২৩ টি মৃতদেহ পেয়েছি এবং আরো ৪ জনকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছি।’
এদিকে গত ১৪ জুলাই এ অঞ্চলের সান-খার ও লন-খিন গ্রামে একই ধরনের ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ নিহত ও ৪৩ জন আহত হয়। মিয়ানমারে খনিতে ভূমিধসের ঘটনা একটি নিত্যকার বিষয়। নিয়ম না মেনে ও নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ না নিয়ে বিপদজনকভাবে খনিগুলোতে গভীর খননের ফলে প্রায়শই বড় ধরণের দুর্ঘটনা ঘটে থাকে দেশটির খনিগুলোতে। -এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ