মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের বেইজিং এ পরিবেশ দূষণ রোধে ২০২০ সালের মধ্যে বন্ধ হচ্ছে এক হাজার ম্যানুফ্যাকচারিং ফার্ম। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ায় বলা হয়েছে, কলকারখানার দূষিত ধোঁয়া থেকে বাঁচাতে দেশটির রাজধানী বেইজিং ও এর আশপাশের এলাকা থেকে কারখানাগুলো সরিয়ে নেয়া হবে বলেও জানানো হয়।
গণমাধ্যমটি জানায়, ইতোমধ্যেই ১৯ হাজার ফার্মের আবেদন বাতিল করেছে চীন। এছাড়াও প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান বন্ধ করে অথবা দূরে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে ২০১৪ সালে চীন একটি পরিবেশ দূষণ রোধে এবং অতিরিক্ত জনসংখ্যা সমস্যা নিয়ন্ত্রণে আনতে বেইজিং, তিয়ানজিন, হেবেই তিনটি প্রদেশেই পরিকল্পনা গ্রহণ করা হয়। এরমধ্যে শুধু কলকারখানাগুলোই নয়, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সরকারি কার্যালয়গুলোকে সরিয়ে নেয়ার পরিকল্পনাও করা হয়। - রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।