Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে প্রায় ৬শ’ লোকের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক : ` | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ভারতে টানা বর্ষণে ছয়টি রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে গত কয়েক সপ্তাহে প্রায় ৬শ’ লোকের প্রাণহানি হয়েছে। এতে কয়েক হাজার ঘরবাড়ির ব্যাপক ক্ষতি এবং দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতে জুলাই থেকে আগস্ট মাসকে বর্ষা মৌসুম ধরা হয়। গণমাধ্যমের খবরে দেখা গেছে, দিল্লীর কিছু এলাকা ও পাশের নইদা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে পানি জমায় যানবাহন আটকা পড়েছে, বাসাবাড়ি ও অফিসে পানি উঠেছে। এতে বলা হয়, সবচেয়ে আক্রান্ত হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। এখানে প্রায় ১৪০ জনের প্রাণহানি হয়েছে। জাতীয় জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, কেরালায় ১২৬ জন, পশ্চিম বঙ্গে ১১৬ জন, উত্তর প্রদেশে ৭০ জন, গুজরাটে ৫২ জন এবং আসামে ৩৪ জনের প্রাণহানি হয়েছে। মহারাষ্ট্রে ৯৯ দশমিক ৩০ মিলিমিটার, কেরালায় ১ হাজার ৪৫১ দশমিক ৮৫ মিলিমিটার, আসামে ৫৮৫ দশমিক ৭০ মিলিমিটার, গুজরাটে ৪৪৯ দশমিক ৯২ মিলিমিটার এবং উত্তর প্রদেশে ১৭১ দশমিক ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছয়টি বন্যা দুর্গত রাজ্যে ত্রাণ ও উদ্ধারতৎপরতা কাজে সরকার ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৪৩টি দলে ১ হাজার ৯৩৫ জন সদস্যকে নিযুক্ত করেছে। এদিকে দিল্লীর কিছু স্থানে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণহানি

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ