Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ১৪ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

ইন্দোনেশিয়ায় পর্যটনের জন্য জনপ্রিয় দ্বীপ লোমবোকে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বিবৃতির বরাত দিয়ে বিবিসি নিহতের সংখ্যার কথা জানিয়েছে। এর আগে মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা জানায়, এই ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুটোপো পুরয়ো নুগ্রহো এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে আহত হয়েছেন আরও ৪০ জনের মতো। বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এখনও সব তথ্য সংগ্রহ করা হয়নি। মুখপাত্র আরও জানান, এখন মূল মনোযোগ দেওয়া হচ্ছে মানুষদের অন্যত্র সরিয়ে নেওয়া ও উদ্ধারে। অনেক আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে মুখপাত্র কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাতে দেখা যায় ভবন ও সড়কে ধ্বংস্তূপ রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের পর মানুষের মধ্যে আতঙ্ক ও ছুটোছুটি শুরু হয়। তিনি বলেন, ভূমিকম্প খুব শক্তিশালী ছিল। আমাদের বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণহানি

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ