Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো ব্যর্থ এনামুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০০ এএম

সিরিজ জয়ের লক্ষ্যে সেন্ট কিটসে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরিবর্তিত নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত টসজয়ী মাশরাফির দলের সংগ্রহ ২৬ ওভারে ২ উইকেটে ১১৬ রান।
শেষ ওয়ানডেতেও এনামুল হকের উপর আস্থা ছিল বাংলাদেশের। কিন্তু এবারো ব্যর্থ ডানহাতি ওপেনার। জেসন হোল্ডারের করা ইনিংসের দশম ওভারে মিড-অনে ক্যাচ দিলে শেষ হয় এনামুলের ৩১ বলে ১০ রানের লড়াকু ইনিংস। বিচ্ছিন্ন হয় ৩৫ রানের উদ্বোধনী জুটি। অথচ ব্যাটিং উইকেটে উড়ন্ত শুরুই আশা ছিল এনামুলের ব্যাট থেকে। এমন উইকেটে সেটা তো পারেন-ই নি, উল্টো আউট হয়েছেন দৃষ্টিকটু শট খেলে। তিন ম্যাচে তার সংগ্রহ ৩৩ রান! আস্থা রাখা অপর দুই অধারাবাহীক ব্যাটসম্যান সাব্বির রহমান ও মোসাদ্দেক হেসেন কি প্রতিদান দিয়েছেন তা এতক্ষণে জেনে যাওয়ার কথা।
দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তামিম ইকবাল। দলীয় ১১৬ রানে অ্যাসলে নার্সের স্পিনে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব (৪৪ বলে ৩৭)। বিচ্ছিন্ন হয় ৮১ রানের জুটি। এরপর তামিমের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনামুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ