Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সোসাইটি পার্ক আধুনিকায়নের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৮, ১২:০১ এএম


দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর নাসিরাবাদ হাউজিং সোসাইটি পার্ক আধুনিকায়নের কাজ গতকাল (শনিবার) উদ্বোধন করেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনকালে মেয়র বলেন, ৭০ লাখ টাকা ব্যয়ে সোসাইটির সদস্য ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে শিশুদের বিনোদন, ছেলে-মেয়েদের খেলাধূলার ব্যবস্থা ও বয়স্কদের হাঁটাহঁটির জন্য ওয়াকওয়ে নির্মাণ, ফুলের বাগান ও পর্যাপ্ত এলএডি লাইটের ব্যবস্থাসহ পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্য্য বর্ধনের মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
পার্কের উন্নয়ন কাজ শেষ হলে এলাকাবাসী এর সুফল ভোগ করবেন। এরপর সোসাইটির সভাপতি মোনাজাত ও ফলক উন্মোচনের মাধ্যমে সোসাইটি পার্কের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এরজন্য স্পন্সর প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি ও জুমাইরা হোল্ডিংসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ মোফাখখারুল ইসলাম খসরু, মোঃ আলমগীর পারভেজ, সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম, জেডএস বখতেয়ার, মোঃ শাহ আলম, মোঃ নূরুল ইসলাম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ