বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর গ্রিন রোডের সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার গ্রিন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- আনন্দ রেস্টুরেন্ট, ঘরোয়া ভোজন, অরিশা হোটেল, দাওয়াত রেস্টুরেন্ট, মিষ্টান্ন প্রতিষ্ঠান, গ্রিন ভিড রেস্টুরেন্ট এবং বেস্ট ওয়ান ফার্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় এ জরিমানা করে অধিদফতর। আনন্দ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, ঘরোয়া ভোজনকে পাঁচ হাজার, অরিশা হোটেলকে পাঁচ হাজার, দাওয়াত রেস্টুরেন্টকে ২০ হাজার, মিষ্টান্ন প্রতিষ্ঠান ২০ হাজার, গ্রিন ভিড রেস্টুরেন্ট ২০ হাজার এবং বেস্ট ওয়ান ফার্মাকে ১০ হাজার টাকা জরিমানা করে। অভিযান অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ সদস্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।