Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাকৃতিক দুর্যোগের কবলে জাপান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন এশিয়ার প্রথম সূর্যোদয়ের দেশ জাপান। রেকর্ড সৃষ্টিকারী বর্ষণে সৃষ্ট বন্যা ও টানা কয়েকদিনের তাপদাহে বহু মানুষের প্রাণহানির পর দেশটি এখন টাইফুন ‘জংদারি’র হুমকিতে রয়েছে । আগামী সপ্তাহের শুরুতে জাপানের মূল ভূ-খন্ডে আঘাত হানতে যাওয়া টাইফুন ‘জংদারি’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর।
আপাতত জাপানের দক্ষিণের ভূ-খন্ডে টাইফুনটির চোখ হলেও তা ধীরে ধীরে দিক পরিবর্তন করে উত্তর-পূর্ব দিক হয়ে পশ্চিমের হনসু উপকূলে পৌঁছবে। এতে সাগর উত্তাল হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের পর ‘জংদারি’ টাইফুনে পরিণত হয়ে আইওজিমা অতিক্রম করে জাপানের মূল ভূ-খন্ডে চোখ রাঙাচ্ছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় জংদারি টোকিও থেকে দক্ষিণপুবে এক হাজার কি মি (৬২১ মাইল) দূরে প্রশান্ত মহাসাগরের চিচিমা দ্বীপের উপকূলে অবস্থান করছিল। শনিবার দুপুরে এটি মূল ভূখন্ডে আঘাত করবে বলে ধারণা করা হচ্ছে। তারপর এটা পশ্চিম দিকে অগ্রসর হবে।
এখন পর্যন্ত এটি ক্যাটাগরি-২ টাইফুনে রূপান্তরিত হয়েছে। আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৩ পর্যন্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।
শনিবার রাত নাগাদ টাইফুনটি জাপান উপকূল অতিক্রম করে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন আকু ওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যাডাম দৌতি।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাইফুনটি আঘাতের সময় ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে সমুদ্রের পানি তীরে আছড়ে পড়ে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ঝড়ের গতিপথে থাকায় টোকিওতে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ জন্য টোকিওর সুমিদাগাওয়া বাজি উৎসব উদযাপন স্থগিত করা হয়েছে। সোমবার (৩০ জুলাই) নাগাদ ঝড়টি পুরোপুরি দুর্বল হয়ে দক্ষিণ কোরিয়া উপকূল অতিক্রম করবে।
টাইফুন জংদারির প্রভাবে প্রবল বর্ষণে ভূমিধস, বন্যার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারে। আঘাতস্থল হনসুতে ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত টানা বর্ষণ হতে পারে। উল্লেখ্য, এ বছর জংদারিই জাপানে আঘাত হানতে যাওয়া প্রথম ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। খবর ব্লমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ