পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : প্রাকৃতিক দুর্যোগে বিশ্বব্যাপী ৭ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। গত এক দশকে এসব দুর্যোগে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে মানবসভ্যতা। এক গবেষণায় দেখা গেছে, ১৯০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় সাত ট্রিলিয়ন ডলারের। এ সময়ের মধ্যে সংঘটিত ৩৫ হাজার দুর্যোগের তথ্য-উপাত্ত সন্নিবেশ করে এ সমীকরণে এসেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এতে ৮০ লাখেরও বেশি প্রাণহানি হয়েছে। ১৯০০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ের তথ্য-উপাত্ত নিয়ে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, ৪০ শতাংশ অর্থনৈতিক ক্ষতি হয়েছে বন্যার কারণে, প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতি হয়েছে ভূমিকম্পে, এক-পঞ্চমাংশ ক্ষতি হয় ঝড়ে, ১২ শতাংশ ক্ষতি হয় খরায়, ২ শতাংশ ক্ষতি হয় দাবানলে এবং ১ শতাংশ ক্ষতি হয় আগ্নেয়গিরির কারণে। প্রতিবেদনে বলা হয়, যদিও গত এক শতকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ বেড়েছে তবে বর্তমানে বৈশ্বিক অবকাঠামোর যে মূল্য দাঁড়ায় তার তুলনায় এ ক্ষতি খুব বেশি মনে হয় না। এর অর্থ দাঁড়ায় বর্তমানে দুর্যোগ ক্ষতি প্রশমনে আমরা অনেক বেশি সক্ষম। গবেষণায় সম্পৃক্ত সিভিল ইঞ্জিনিয়ার জেমন ডানিয়েল বার্তা সংস্থা বিবিসিকে বলেন, ‘আমরা যদি শুধু ১৯৬০ সালের ডাটা হিসাব করি তবে বড় ধরনের একটি পরিবর্তন দেখতে পাই। এ সময়ে ঝড়ে ক্ষতির পরিমাণ বেড়েছে। বিবিসি। এ গবেষণা করা হয়েছে দুর্যোগ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ ও এসব সমস্যায় দ্রুত সাড়া দেয়ার ক্ষেত্রে সরকারগুলোকে সহযোগিতা দেয়ার জন্য। সম্প্রতি ইউরোপীয় জিওসায়েন্স ইউনিয়নের মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে এ প্রতিবেদন। জার্মানির কারলস্রুথ ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী দল বিভিন্ন পত্রিকা, পুরনো রেকর্ড খুঁজে বন্যা, খরা, ঝড়, আগ্নেয়গিরি, ভূমিকম্প এবং দাবানলসহ প্রাকৃতিক দুর্যোগের তথ্য সংগ্রহ করেন। এ ক্ষেত্রে ৯০টিরও বেশি ভাষার তথ্য-উপাত্ত যাচাই করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।