বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ফলে বিশ্বে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের মানিকগঞ্জ-২ আসনের সরকারি দলের এমপি মমতাজ বেগমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ঘোষণার পর থেকে বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দিয়ে তা মোকাবিলায় পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন অংশীজনের অংশগ্রহণের মাধ্যমে অভিযোজন ও স্বল্প কার্বন নির্গমনের (এলসিডি) জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসপি) প্রণয়ন করা হয়েছে।
মন্ত্রী বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার জন্য জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনিইপি) সহায়তায় জাতীয় টেকসই উন্নয়ন কৌশল’ (এনএসডিএস) প্রণয়ন করা হয়েছে। পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনাকে অন্যতম কৌশলগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।