বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আওয়ামী লীগ পন্থীদের দিয়ে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের অবৈধ কমিটি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপত্তলিকা দাহ করেছে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বিএনপি কার্যালয়ে সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, শাহিন আহমেদ তালুকদার, তাইবুর রহমান আসলাম, আব্দুল কাদের, শামীম আল মামুন, লিটন প্রমুখ।
এতে টাঙ্গাইল জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলসহ অনান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জুয়েল ও শফিউল বারীর কুশপত্তলিকা দাহ করা হয়। পরে পুলিশ এসে পরিস্থীতি নিয়ন্ত্রনে আনেন।
সমাবেশে বক্তারা বলেন, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার ও ইউনিয়নে নৌকার প্রতিনিধি হয়ে কাজ করাসহ বিভিন্ন অপকর্মের জন্য জেল ফেরত আসামী তাদের এ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এ কমিটি মানি না। অবিলম্বে এ কমিটি ভেঙ্গে নতুন করে কমিটি করা হোক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।